নাটোরের লালপুরে দুর্যোগ প্রশোমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর লালপুর শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার উম্মল বানীন দ্যুতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসার আব্দুর রাজ্জাক, উপ সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিমসহ ফায়ার সার্ভিস লালপুর শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম