কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ১০ বস্তা টাকা। গণনা করে মিলেছে এক কোটি ১৩ লক্ষ ৯৬ হাজার ৫৮৫ টাকা। মাত্র তিন মাস ছয় (৯৬) দিনে মিলেছে এ টাকা। সিন্দুক খুলে আজ সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত টাকা গণনার কাজ চলে।
গণনার দায়িত্বে নিয়োজিত কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ জানান, তিন মাস বা চার মাস অন্তর অন্তর পাগলা মসজিদের সিন্দুক খোলা হয়। এবার খুব কম সময়ে এত টাকা পাওয়া গেছে।
এ মসজিদে দান করলে মানত পূরণ হয়, দোয়া কবুল হয় এ প্রত্যাশা নিয়েই মানুষ এখানে দান করে থাকেন। এখানে শুধু মুসলিমরাই নন, অন্য ধর্মের অনুসারীরাও দান করে থাকেন। এমনকি বিদেশ থেকেও অনেকেই দান পাঠিয়ে থাকেন।
এবার দেশি টাকার পাশাপাশি বিদেশি ডলারও পাওয়া গেছে। এ ছাড়া স্বর্ণ ও রৌপ্যলংকারও পাওয়া গেছে।
গণনাকালে ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ ছাড়াও ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোমেন, খোদাদাদ সজিব, মীর তমাল, সাগুফতা হক প্রমুখ।
গণনা শেষে রূপালী ব্যাংকের ম্যানেজার টাকার বস্তুগুলো ব্যাংকে নিয়ে জমা করেন।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল