২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এসময় মিছিলে পুলিশ বাধা দেয়। এবং নিরাপত্তার স্বার্থে সতর্ক অবস্থানে ছিল পুলিশের রায়টকার ও জলকামান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বগুড়া শহরের নবাব বাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান।
সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি আবু জাফর জেমস, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম আউয়াল প্রমুখ।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/আরাফাত