দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপন (৬৫)। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাবিবুর রহমান স্বপনের সহকর্মীরা জানান, শনিবার রাত ১১টার দিকে প্রেস ক্লাব থেকে রিকশাযোগে শহরের কফিল উদ্দিন পাড়ায় ভাড়া বাসায় ফিরছিলেন সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। তিনি শহরের সেবা হাসপাতালের সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত একটি মোটরসাইকেলের তিনজন আরোহী রিকশার গতিরোধ করে তাকে এলোপাথাড়ি মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং বাম হাত ভেঙ্গে যায়। স্বপনের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, কারা, কী কারণে সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হামলাকারীদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
হাবিবুর রহমান স্বপনের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ ও সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। তারা অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করতে আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা