নোয়াখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ২০১২-২০১৩ সালের অর্থবছরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে নিয়োগ প্রত্যাশী প্রার্থীরা। রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য তারা এই ধর্মঘট কর্মসূচি শুরু করে।
ধর্মঘট থেকে দাবি জানানো হয়, নোয়াখালীর ১৮১ জনকে নিয়োগ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট চালিয়ে যাবে। বক্তারা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম মাজহারুল ইসলাম এর গাফিলাতির জন্য এ নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি বলে অভিযোগ করেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম মাজহারুল ইসলাম মুঠোফোনে জানান, শিগগিরই আপীল বিভাগের আদেশ বাস্তবায়ন করা হবে।
বক্তারা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে তারা জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসককে স্মারক লিপি দেন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন নোয়াখালী, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, নওগাঁ, যশোর, সাতক্ষীরা ও বরিশাল জেলায় ৩য় ও ৪র্থ শ্রেণীর ৯১১টি শুন্য পদে জনবল নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আদেশ বাস্তবায়নে সরকার সময়ক্ষেপণ করছে। ফলে অনেক চাকরি প্রার্থীর সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৮/হিমেল