টেকনাফে যৌথ টাস্কফোর্সের অভিযানে ১১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে।সাজাপ্রাপ্তরা হচ্ছেন- সাবরাং ইউনিয়নের ডেইলার বিল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলী (৩০), একই ইউনিয়নের করাচি পাড়ার মৃত জাফর ড্রাইভারের ছেলে ইদ্রিস ড্রাইভার (২৮) জিনাপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মো. ইদ্রিস (৪০), করাচি পাড়ার মৃত জালাল আহাম্মদের ছেলে সৈয়দ নুর(৫০), টেকনাফ বার্মিজ মার্কেট এলাকার মো. জাফর আলমের ছেলে ওমর ফারুক।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, শনিবার রাতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনস্থ টেকনাফ সার্কেলের একটি টিম বিজিবি ও আনচার সমন্বয়ে যৌথ টাস্কফোর্স টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া ও সাবরাং ইউনিয়নের করাচি পাড়ায় অভিযান পরিচালনা করে ১১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়।পরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রাখার দায়ে ধৃত আসামিদেরকে মাদকসহ ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার