ফরিদপুরের মধুখালী থেকে ৭০৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। গোপন সংবাদের ভিক্তিতে রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মধুখালীর কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, মাছের ট্রাকের ভেতর কৌশলে ফেনসিডিল পরিবহন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় যশোর থেকে আসা একটি মাছ বোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাক থেকে ৭০৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় দুই মাদক ব্যবসায়ী যশোর জেলার মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩৯) ও জলকাইরতা গ্রামের সোবহান হোসেনের ছেলে সোহরাব হোসেনকে (২১)।
এ সময় ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত মাছ বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে ফেনসিডিল সংগ্রহ করে পাইকারি ভিত্তিতে ফরিদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। আটককৃত আসামিদেরকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার