কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তারিকুল মোস্তাক রানাকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকালে কটিয়াদী পৌর এলাকায় রানার নিজস্ব বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ তার প্রার্থিতা ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিফাত উল্লাহ। এ সময় সংসদ সদস্য প্রার্থী তারিকুল মোস্তাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নূরুল হক, রুহুল আমীন, পৌর কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর, শফিকুল আলালসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, তারিকুল ইসলাম রানা সংগঠনকে গতিশীল করার লক্ষে নয়টি ইউনিয়ন ও পৌর এলাকায় কমিটি গঠন করে তাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রায় ১৭ হাজার গরীব অসহায় মানুষকে খাদ্য দ্রব্যসহ বিভিন্ন সামগ্রি দিয়ে যাচ্ছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে সোচ্চার ছিলেন। শুধু তাই নয়, তার নেতৃত্বে ৬০ হাজার কর্মী সমর্থক এলাকায় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। দলের ত্যাগী ও একনিষ্ঠ নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে সংসদ সদস্য প্রার্থী করার জন্য সংবাদ সম্মেলনে অনুরোধ করা হয়।
সংবাদ সম্মেলন শেষে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার