আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের অধিনে ময়মনসিংহ বিভাগের দশজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এইচ এম লোকমান হোসেনের সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার।
এছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠানসহ ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি পাঁচটি ক্যাটাগরিতে পাচঁজনকে শ্রেষ্ঠ জয়িতা ও অপর পাচঁজনকে জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন