চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিল হাসান সোহেলের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব বাবর আলী রুমন, আখিলুর রহমান, জানেবুল হক, বদিউজ্জামান, এম হোসেন, আব্দুস সামাদ, ইমন, মুকুল আরিফ প্রমুখ।
পরে কেক কাটা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দেয়া করা হয়।
শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহর প্রদক্ষিণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম