টাঙ্গাইলের কালিহাতীতে অভিনব প্রদ্ধতিতে তুলা বোঝাই মিনি ট্রাকে গাঁজা বহনকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সোমবার গভীর রাতে উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে আমিনুল ট্রাক চালক এবং বাবু ট্রাকের হেলপাড়। মোজাহিদ মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে তথ্য জানান।
ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে প্রথমে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের মিনিট্রাকে তুলার বস্তার ভিতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের কালিহাতী থানায় হস্তান্তর করা হবে।
এদিকে গাইবান্ধার এক ব্যক্তির ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট ও প্রাণ নাশের হুমকি দেয়ার ঘটনায় অভিযুক্ত হায়দার আলীকে (৪৫) ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে র্যাব। অপরদিকে যৌতুকের জন্য মারপিটের ঘটনায় এজাহারভুক্ত আসামী আকাশকে (২৫) ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
বিডি প্রতিদিন/এএম