চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ২০ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীতে পানি কমলেও বন্যার পানিতে এখনো নিম্নাঞ্চল ডুবে রয়েছে।
জানা গেছে, বন্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলী এবং শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের ১২ হাজার পরিবার প্রায় ১০ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। এসব এলাকায় খাবার পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যায় প্লাবিত এলাকার মানুষজন। ইতোমধ্যে ৮ হাজার ৩০০ কৃষকের দুই হাজার ১২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের ইতোমধ্যে ২৮ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে এবং পাঁচ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে ২০ সেন্টিমিটার পানি কমেছে। আগামী পাঁচ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে।