চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এক আসামি গ্রেফতার হওয়ায় শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন, মিডলেবেল চিকিৎসকসহ কর্মচারীরা। মঙ্গলবার হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মুনয়েম সাদ।
তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ওপর হামলা ও হুমকি দেয়ার ঘটনায় শাডডাউন কর্মসূচিতে যাওয়ার জন্য আল্টিমেটাম দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের পূর্বে দাবি মেনে নেয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুরের পর থেকে সকল চিকিৎসক দায়িত্ব পালন শুরু করেছেন।
এর আগে সোমবার পৃথক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা শাটডাউন কর্মসূচি শুরু করার জন্য আল্টিমেটাম দিয়েছিল। এর মধ্যে মিডলেবেলের চিকিৎসকরা ৪৮ ঘণ্টার ও ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘণ্টার সময় দিয়েছিল।
বিডি প্রতিদিন/এএম