বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে একটি স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন দেশের বিশেষায়িত (ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট) ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে জানান, দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তারা বলেন, দ্রুত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করি।
কিন্তু কমিটিকে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আমরা মনে করি এই সময়সীমা অযথা দীর্ঘ, যা আমাদের ন্যায্য দাবিকে দুর্বল করার কৌশল। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের দাবি জানাই। শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের যৌক্তিক দাবি উপেক্ষা করে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় বা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তবে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।