দুই দিনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরীর নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, এনামুল হকসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভোলা সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ