রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আটকৃতরা হলেন- দিলীপ চাকমা (৪২), ঋতু চাকমা (৩৮), তৃঙ্গ রাম দেওয়া (২৮) ও সুবাস চাকমা (৪০)।
বুধবার পৃথক অভিযানে তাদের জেলার নানিয়ারচর উপজেলা ও ঘাগড়া ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার রাঙামাটির বিভিন্ন স্থানে দু’দিন ধরে পৃথক অভিযানে চালায় যৌথবাহিনী। এ অভিযানে গ্রেফতার করা হয় রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকান্ডের অন্যতম চার আসামিকে। মঙ্গলবার রাতে অভিযানে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ফুলধন চাকমার ছেলে দিলীপ চাকমা (৪২), জ্যের্তিময় চাকমার ছেলে ঋতু চাকমা (৩৮) এবং মৃত লক্ষি কুমার দেওয়ানের ছেলে তৃঙ্গ রাম দেওয়া কে (২৮) গ্রেফতার করা হয়। আটককৃতরা রাঙামটি সদর উপজেলার দক্ষিণ কুতুকছড়ি এলাকার হেডম্যান পাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কর্মী বলে দাবি করেন।।
অন্যদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে জয়সেন চাকমার ছেলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) রাঙামাটির কাউখালী উপজেলার সভাপতি সুবাস চাকমাকে (৪০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও রয়েছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকান্ডের অভিযোগ। গ্রেফতারের পর সবাইকে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হক রনি জানান, গ্রেফতারের পর আসামিদের রাঙামাটি জেলা জজ মো. জাহেদ আলমের আদালতে হাজির করা হয়। গ্রেফতারকৃতরা সবাই রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি। তিনি মামলার সংক্ষিপ্ত শুনানি শেষে আগামী ৩১অক্টোবর আসামিদের আদালতে হাজির করার নিদের্শ দিয়ে আসামিদের রাঙামাটি কারাগারে প্রেরণ করেন।
প্রসঙ্গত, চলতি বছরে ৩মে নিজ কার্যালয়ের মাঠে রাঙামাটি নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। এ ঘটনার ৪৬জনকে আসামি করে নানিয়ারচর থানায় মামলা দায়ের করে চেয়ারম্যানের সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন