বগুড়ার শেরপুরে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় আজ ওই ভুক্তভোগী কিশোরীর বাবা উপজেলার বিশালপুর ইউনিয়নের আফজাল হোসেন বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে রুবেল আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে। সে একই ইউনিয়নের মান্ধাইল গ্রামের রাজা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর দুপুরের দিকে উপজেলার জামাইল বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন মানুসিক প্রতিবন্ধী ওই কিশোরী। এক পর্যায়ে রুবেল কৌশলে ওই প্রতিবন্ধী কিশোরীকে বাজারের গণশৌচাগারে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রুবেল পালিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর ডাক্তারি পরীক্ষা আজ বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল সম্পন্ন করা হয়। এছাড়া উক্ত ঘটনায় গ্রেফতার হওয়া রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার