নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি মার্কেটের বাথরুম থেকে রবি (৪৫) নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। আজ বুধবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের শরীফ সুপার মার্কেটের বাথরুম থেকে লাশটি উদ্ধার করে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান কামাল হোসেন জানান, মার্কেটের দোকানিরা আমাদেরকে সংবাদ জানালে আমরা দ্রুত গিয়ে বাথরুমের দরজা ভেঙে সংজ্ঞাহীন ব্যক্তিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দিয়ে আসি। বাথরুমের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল।
মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল হক জানান, ‘লোকজন আমাদের খবর দেন যে এক ব্যক্তি অনেক আগে বাথরুমে ঢুকেছে কিন্তু বের হয়নি, হয়তো আটকা পরেছে। সে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করি। তাকে দেখে মনে হচ্ছিল যে স্ট্রোক করেছেন। তাই আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার