বরিশালের উজিরপুরের হারতায় ১৫৯ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উজিরপুরের সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ১৫৯তম নৌকা বাইচকে কেন্দ্র করে মিলনমেলায় পরিতণ হয়েছিলো ওই এলাকা। হারতা ইউনিয়ন পরিষদ এবং হারতা বাজার কমিটির উদ্যোগে গত ১৫৮ বছর ধরে প্রতি বছর লক্ষ্মী দোসরার দিন এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।
বরিশাল ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত বিভিন্ন ধর্ম-বর্নের বিভিন্ন বয়সের নারী-পুরুষ এবং শিশু নদীর দুই তীরে, নদীতে অসংখ্য নৌকা-ট্রলারে এবং নদীর উপর সেতুতে দাঁড়িয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করেন। তারা লঞ্চ, কার্গো, ট্রলারে বাদ্য যন্ত্র নিয়ে নানা রঙ্গের সাঁজে সজ্জিত হয়ে নদীর দুই পাড়ে অবস্থান করে আনন্দ উল্লাসে মেতে উঠেন। নৌকা বাইচ কেন্দ্র করে উৎসবের আমেজ ছিলো পুরো এলাকায়। জাত-কূল মান কিংবা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে এই বাইচের আনন্দই আলাদা।
দেশের বিভিন্ন এলাকা আগত ১১টি সুসজ্জিত নৌকা বাইচে অংশ নেয়। হারতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা থেকে হাইস্কুল পর্যন্ত ৩ বার প্রতিযোগীতার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন মাদারীপুর জেলার সুকুমার বাইন দল। এছাড়া কোটালীপাড়ার রুহি দাসের দল দ্বিতীয় এবং একই এলাকার দালালেশ এর দল তৃতীয় স্থান অধিকার করেন।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় এবং অংশগ্রহনকারী সকল দলের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি তালুকদার মো. ইউনুস। বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ডিজিএফআই’র কর্নেল জি.এস শরিফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ এবং বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল।
নৌকা বাইচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে পুরো এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিলো বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার