র্যাব-১১ এর অধিনায়ক কমান্ডার রাসেল আহমেদ কবির জানিয়েছেন, আসন্ন নির্বাচন ও তফসিলকে কেন্দ্র করে র্যাব সদর দফতরের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব ১১ তাদের টহল বৃদ্ধি করেছে। র্যাব ১১ এর আওতাধীন সকল স্থানে র্যাবের নিরাপত্তা ও টহল অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি জানান, সাংবিধানিকভাবে নির্বাচন হবে এবং আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেখানে কাজ করবো। শৃঙ্খলা বজায় রেখে সভা সমাবেশ কেউ করলে আমরা তাতে নিরাপত্তা দেব আর কেউ নির্বাচকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চাইলে তা দমন করা হবে। এছাড়া জননিরাপত্তায় কোন সমস্যা হতে পার এরকম কোন আভাস পেলে ব্যবস্থা নেব।
তিনি আরো জানান, নারায়ণগঞ্জ র্যাব-১১ ৭টি জেলা নিয়ে কাজ করছে। এর মধ্যে ঢাকার দু'টি থানাও রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব ১১ এর এএসপি আশিক বিল্লাহ, নাজমুল আলম, বাবুল আখতার জসিমউদ্দিন, আলেপ উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার