সিরাজগঞ্জের তাড়াশে র্যাব পরিচয়ে চাঁদা আদায়ের সময়ে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার রাতে তাড়াশ উপজেলার মাধাইনগর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঝাঐল পশ্চিমপাড়া মহল্লার মৃত সাহেব আলীর ছেলে আনিসুর রহমান (৪০) ও আবু সাঈদ প্রামানিকের ছেলে সোহেল রানা (৩৩)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলম জানান, র্যাব পরিচয়ে চাঁদা করছে- এমন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানার মাধাইনগর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ভুয়া র্যাব সদস্যকে করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার