বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শাহপাড়ায় আগুন লেগে একটি পাট গুদাম ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতের আগুন আজ ভোর পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণ আনে।
বগুড়ার সারিয়াকান্দি পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সন্ধ্যার কিছু পরে শাহপাড়ায় অমলকান্তির পাট গুদামে আকস্মিক ভাবে আগুনের সূত্রপাত হয়। পরে তা ভয়াবহ আকার ধারণ করে। পরে জেলা সদরসহ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একটানা ভোর পর্যন্ত চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণ আসে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, গুদামটিতে ৩ হাজার মণ পাট ছিল। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে বেশ কিছু পাট রক্ষা করতে সক্ষম হয়। সারিয়াকান্দি থানার পরিদর্শক আল আমিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এঘটনায় মামলা দায়ে করা হয়নি।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর/বাজিত হোসেন