টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হতেয়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে একটি সিএনজিকে যাত্রীবাহী বাস পেছনদিক থেকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হতেয়া নামক এলাকায় একটি সিএনজিকে পেছন থেকে একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজির চালক সবুজ ঘটনাস্থলেই মারা যায়। সিএনজির দুই যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ