রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুঠি পাচুরিয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী শেখ (৩৮) নামে এক হত্যা মামলার আসামি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দোনালা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ আলী শেখ পাচুরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামের ওহাব আলী শেখের ছেলে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাতে পাচুরিয়া এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। গুলি বিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও মোহাম্মদ আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ আলীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ