সিলেটের বিশ্বনাথে ইটভাটা শ্রমিক সুলতান মিয়া (৩০) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার প্রথম স্ত্রী রোজিনা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে স্বামী হত্যায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান (তদন্ত) বলেন, সুলতান মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার প্রথম স্ত্রী রোজিনা বেগম গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় সোহেল আহমদ নামে ওই ইটভাটার এক শ্রমিককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের ইছরাব আলীর বাড়ির সামনে থেকে স্থানীয় ইটভাটার শ্রমিক সুলতান মিয়ার দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই লোকমান মিয়া বাদি হয়ে রবিবার রাতে অজ্ঞাত আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন