নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পাপ্পু কুমার আশ্চর্য (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে নিহতের বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিহত পাপ্পু উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকার বিমল আশ্চর্যের ছেলে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলীম পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের কারণে সোমাবার রাতে কোন এক সময় বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে নিহতের বাবা চা গরম করতে গিয়ে দেখে তার ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার