মাদারীপুরের কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর-ই-আলম সান্টুকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। বুধবার সকালে তাকে কালকিনির নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
কালকিনি উপজেলা বিএনপি নেতাদের দাবী, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর-ই-আলম সান্টু আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আনিসুর রহমান খোকনের পক্ষে নির্বাচনী কাজ করে যাচ্ছিলেন। নির্বাচনী কাজে যাতে অংশগ্রহন করতে না পারে তাই বুধবার সকালে তাকে কালকিনির নিজ বাড়ী থেকে তাকে পুলিশ আটক করেছে।
এদিকে পুলিশ দাবি করেছে সান্টু সহিংস কাজে সংশ্লিষ্ট থাকতে পারে। এমন সন্দেহের কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকের বিষয়টি কালকিনি থানার ওসি মোফাজ্জল হোসেন স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল