দিনাজপুরের হিলিতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে হাকিমপুরের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের স্ত্রী রহিমা বেগম হাকিমপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নজরুল ইসলাম (৫৫) হাকিমপুরের হিলি সীমান্তের নওপাড়া গ্রামের মৃত ফারাজ তুল্লাহ’র ছেলে।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে এটি হত্যা, না মৃত্যু।
এদিকে ঘটনাস্থল থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম