রাজশাহীর বাগমারায় শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর জনকিতাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ওই বিএনপি নেতা বাগমারা থানায় জেএমবির তালিকাভুক্ত সদস্য। তার সিরিয়াল নম্বর ১১২। নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আকরাম জেএমবির সঙ্গে জড়িত। জেএমবির তালিকায় তার নাম আছে। এছাড়াও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা হত্যা চেষ্টা মামলার আসামি। তবে ওই মামলায় তিনি জামিনে আছেন। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার