ফুলপুর ও তারাকান্দায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। শ্রমিক লীগ নেতা এটিএম রফিকুল করিম নোমান বাদী হয়ে ফুলপুর থানায় ১২শ অজ্ঞাত ও বিএনপির ২৯০ জনের নামে বুধবার একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, মঙ্গলবার রাতে তারাকান্দা থানায় রোকন উদ্দিন বাদি হয়ে অজ্ঞাত ও বিএনপির ৭৫ জনের নামসহ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছেন।
ফুলপুর থানা পুলিশ বিএনপির ধানের শীষের প্রার্থী শাহ্ শহীদ সারোয়ারের বাসভবনের সামনে থেকে বিএনপি নেতা আব্দুল আল মামুন কবীর, এমদাদুল হক মিলন, বওলা গ্রাম থেকে যুবদল নেতা খলিলুর রহমান ও বিএনপি নেতা সেলিম মিয়াকে গ্রেফতার করেন। অপরদিকে তারাকান্দা থানা পুলিশ শাহ্ আলম, আক্তার উদ্দিন ও রোকন উদ্দিন নামে বিএনপির ৩ কর্মীকে গ্রেফতার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার