বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি অধ্যাপক ছবীর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে পূর্বসরালীয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
ছবির আহমেদ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক।
থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ছবির আহমেদ পুরানো একটি নাশকতা মামলার আসামি। মামলা তদন্তের সার্থে তাকে গ্রেফতার করে আজ বিকেলে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন