নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সাবেক পৌরমেয়র বিএনপি নেতা কলেজশিক্ষক মাহবুবুন্নবী শেখ এবং নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউপি চেযারম্যান বিএনপি নেতা শফিউল্লাহ শফিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় দুই তাদের আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি শওকত আলী সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্রে হামলার অভিযোগে সন্ধ্যায় সাবেক মেয়রকে আটক করা হয়েছে।
অপরদিকে নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান জানান, ইউপি চেযারম্যান শফিউল্লাহ শফি নাশকতা করতে পারে এমন অভিযোগের প্রেক্ষিতে বিকালে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার