বাগেরহাট- ৪ সংসদীয় আসনের মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে জেলা গোয়েন্দা পুলিশ থেকে বুধবার রাতে ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- শরণখোলা উপজেলার ধানসাগর জামায়াতের সেক্রেটারী মাকসুদুর রহমান,সাবেক শিবির নেতা রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা থেকে জামায়াত কর্মী আবু সালেহ মৃধা, অহিদুল ইসলাম ও আব্দুর ছবুর সমাদ্দার। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডিবি পুলিশের দাবি করেছে।
জেলা ডিবি পুলিশের ওসি মো. রেজাউল করিম জানান, বুধবার রাতে জামায়াত নেতা মাকসুদকে তার আমড়াগাছিয়া বাজারের নিজ বাড়ি থেকে এবং রিয়াজুলকে রাজৈর পুরনো খেয়াঘাট এলাকার আব্বাসিয়া ফার্মেসি নামের তার ওষুধের দোকান থেকে ও বাকিদের মোরেলগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার