বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়া এলাকায় আজ অভিযান চালিয়ে ৪টি দেশীয় বন্দুকসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল, ইয়াংছা ছোট পাড়ার এলাকার চাদু মার্মার ছেলে কালাইয়া মারমা (৩২) ও পাগলীর আগা গ্রামের ফারুক আহাম্মদের ছেলে কালু মিয়া (৩০)।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদরে ভিত্তিতে র্যাব-৭ এর কক্সবাজার শাখার সদস্যরা অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে। আটককৃত ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লামা থানায় সোপর্দ করা হয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান র্যাব-৭ অস্ত্রসহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের নামে লামা থানায় অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার