নাটোরে সিংড়ায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আটক করা হয়েছে ছেলে জিয়ারুল ইসলামকে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, সিংড়া উপজেলার পুন্ডরি গ্রামের মৃত মোহম্মদ আলীর স্ত্রী জরিনা বেওয়াকে তার ছেলে জিয়ারুলকে নিয়ে বসবাস করতেন। সকালে নিজ ঘরে জরিনার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
নিহত জরিনার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে হত্যাকারী সন্দেহে ছেলে জিয়ারুলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
বিডি প্রতিদিন/ফারজানা