বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপনের বাড়িতে চেতনানাশক মেশানো খাবার খেয়ে পরিবারের ৯জন অসুস্থ হয়ে পড়েছে। বাধাল গ্রামে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ইউপি সদস্যের রান্না ঘরে রাখা ভাতে চেতনানাশক মিশিয়ে দেয়। শুক্রবার সকালে ওই খাবার খেয়ে সবাই অসুস্থ্য হয়ে পড়ে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধানসাগর ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন বলেন, রাত ১২টার পরে অজ্ঞাত দুর্বৃত্ত তাদের বাড়িতে হানা দেয়। তারা ঘরের বেড়া ও চৌকাঠ ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। শব্দ টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতে পাকের ঘরে রান্না করে রাখা ভাতে চেতননাশক মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। রাতে সবাই রাইস কুকারে রান্না করা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পাকের ঘরে রান্না করে রাখা চেতনানাশক মেশানো খাবার আর খাওয়া হয়নি। দুর্বৃত্তরা মনে করেছিল চেতনানাশক মেশানো খাবার খেয়ে ঘরের সবাই অচেতন হয়েছে। এ সুয়োগে তারা বেড়া ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে।
ওই খাবার সকালে খেয়ে সাবাই অসুস্থ হলে খাবারে চেতনানাশক মেশানোর বিষয়টি ধার পড়ে। অসুস্থরা হলেন ইউপিস সদস্য স্বপনের বাবা আ. মান্নান আকন (৮৫), মা জাহানারা বেগম (৭৫), স্ত্রী সাম্পা আক্তার (৩৫), মেয়ে সানজিদা হোসেন রিম (১৭), চাচা মতি আকন (৬০), ও শাহজাহান সরদার (৬৫), ভগ্নিপতি মীর হাবিবুর রহমান (৬০), মাদরাসা ছাত্র মো. রিয়াজ (১৬) ও কাজের বুয়া বকুল বেগম (৫৫)।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দিবাকর জানান, চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে। ভয়ের কিছু নেই চিকিৎসায় সাবাই সুস্থ হয়ে যাবে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে। এব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর