ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় তালমা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের রিটানিং অফিসার ও নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসার আল আমিন উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
বাছাই শেষে চেয়ারম্যান পদে দেলোয়ারা বেগম এবং ফিরোজ খানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটানিং অফিসার।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন, জেলা পরিষদের সদস্য কামাল হোসেন, তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাংবাদিক মিজান বাবু, ইমরুল কবির, নিজাম নকিব প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম