সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল জেলার ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন।
শনিবার বেলা দেড়টায় শহরের ডিএস রোড ও পৌর বিপণিতে গণসংযোগ করেন তিনি।
এ সময় সুনামগঞ্জ চেম্বরার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, চেম্বারের সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, পরিচালক শাহীন চৌধুরী, লতিফুর রহমান রাজু, পরিচালক জিএম তাশহিজ, হুমায়ূন কবির, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন