প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যোগে সারা দেশে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহর শুভ উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অলোক কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার দেবাশীষ বিশ্বাস, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুন্ডুসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে কালেক্টরেট চত্বরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি। এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্ত্যরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সেবা প্রদানকারিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আরো বেশি আন্তরিক হওয়ার আহবান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন