লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে লুৎফর রহমান (৫০) নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃুষ্টি হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বুড়িরহাট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সে আদিতমারী উপজেলার বড়াবাড়ি এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, উপজেলার বড়াবাড়ি এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক লুৎফর রহমান ওই বিদ্যালয়ের ছাত্রীদের নানা ছলনায় প্রায়দিন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। কয়েক দিন পূর্বেও ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে টাকা আছে কিনা তা দেখার জন্য তার শরীরে হাত দিয়ে দ্রুত বাথরুমে আসতে বলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান। ওই শিক্ষার্থী শিক্ষকের কথা অনুযায়ী বাথরুমে যান। সেখানে ছাত্রীটিকে টাকার লোভ দেখান প্রধান শিক্ষক। ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ীতে ফিরে পুরো ঘটনাটি তার পরিবারকে জানান। পরে প্রতিকার চেয়ে ছাত্রীটির পরিবার সোমবার আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান কাছে লিখিত অভিযোগ দেন।
ছাত্রীটির মা একই অভিযোগ দেন আদিতমারী থানায়ও। এরপর ওইদিন বিকেলে পুলিশ বুড়িরহাট এলাকা থেকে গ্রেফতার করে ওই প্রধানশিক্ষককে।
তবে এসব অভিযোগ ভিক্তিহীন দাবী করেছেন গ্রেফতারকৃত প্রধান শিক্ষক লুৎফর রহমান।
এ ব্যাপারে আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আদিতমারী থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার