“স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শরীয়তপুরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালিত হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় শরীয়তপুর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহের এর নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। স্বাস্থ্যসেবা সপ্তাহের আজকের কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, বিশেষজ্ঞ চিকিৎকের দ্বারা হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা সেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আল মামুন শিকদার।
বিডি প্রতিদিন/হিমেল