রাজশাহীর বাগমারায় কামরুজ্জামান (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে স্থানীয়রা বড়বিহানালী ইউনিয়নের বিলসেতি বিলে মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কামরুজ্জামান মুরালীপাড়ার আমবাড়িয়া গ্রামের চান মিয়ার ছেলে। তিনি এলাকায় সুদের ব্যবসা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার রাতে কোন এক সময়ে কামরুজ্জামনকে কে-বা কারা জবাই করে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, কি কারণে কামরুজ্জামানকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি এলাকার মানুষকে সুদে টাকা ধার দিতেন। ব্যক্তিগত নাকি, ব্যবসায়ীক কারণে তাকে হত্যা করা হয়েছে তা উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল