নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত ঘোষণার পর বুধবার সকাল থেকে সচল হয়েছে সমুদ্র বন্দর মোংলা। সকালের পালা থেকে মোংলা বন্দর জেটি, পশুর চ্যানেল ও বর্হিনোঙ্গরে অবস্থানরত ১৫টি মাদার ভেসেলসহ দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ শুরু হয়েছে। সকাল থেকে মোংলা বন্দর দিয়ে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে নৌপথে পণ্য নিয়ে যেতে শুরু করেছে পণ্যবাহী কার্গো, কোস্টার ও বাজসহ লাইটারেজ জাহাজগুলো। এতে সন্তোষ প্রকাশ করেছে বন্দরের আমদানী-রপ্তানীকারকসহ সংশ্লিষ্টরা। মোংলা বন্দর হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বাংলাদেশ নৌযান শ্রমিক মঙ্গলবার দিবাগত রাত ৩টায় মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, নৌযান শ্রমিক ও মালিক পক্ষের নেতৃবৃন্দের যৌথ সভায় আগামী ৪৫ দিনের মধ্যে ১১ দফা দাবি পূরনে চুক্তি স্বাক্ষরের পর অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
ত্রিপক্ষীয় বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানসহ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল আফসার মাষ্টারসহ নেতৃবৃন্দ ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা