১৮ এপ্রিল, ২০১৯ ১৬:২৩

নাসিরনগরে তক্ষকসহ পাচারকারী আটক

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে তক্ষকসহ পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরল প্রজাতির বন্যপ্রাণি ‘তক্ষক’ সহ আঙ্গুর মিয়া(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার ধনকুড়া গ্রামের জারু মিয়ার ছেলে। 

বুধবার রাতে তাকে আটক করা হয়।

এ ঘটনায় নাসিরনগর থানা পুলিশ বাদী হয়ে বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২-এর ৩৫/৪১ ধারা মামলা দিয়ে আদালতের মাধ্যমে আঙ্গুর মিয়াকে জেলহাজতে পাঠিয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা বলেন, আঙ্গুর দীর্ঘদিন পার্শ্ববর্তী উপজেলা মাধবপুরে বিভিন্ন পশুপাখি কেনা বেচার ব্যবসা করে। কিছুদিন আগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা তেলিয়া কান্দি থেকে ৭৫ হাজার
টাকা দিয়ে এই বিলুপ্ত বন্য প্রাণিটি কিনে।
পুলিশের এসআই রিপন চক্রবর্তী জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ৮টার সময় অভিযান চালিয়ে উপজেলা সদরের কলেজ মোড় থেকে একটি বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ আঙ্গুর মিয়াকে আটক করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর