২২ এপ্রিল, ২০১৯ ২০:০৪

সুনামগঞ্জে বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

দুই বছর পূর্বে ৫১ সদস্যের আংশিক কমিটি গঠেনের পর বড় কোন পরিবর্তন ছাড়া ১৫১ সদস্যের সুনামগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

সোমবার দুপুরে কমিটি অনুমোদন হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির দফতর সম্পাদক জামাল উদ্দিন বাকের।

গত ৮ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্স করে এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য জেলা নেতাদের নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, ১৫১ সদস্যের কমিটিতে জায়াগা পাওয়া প্রায় অর্ধেক নেতাই মূল দল ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা কমিটিতে রয়েছেন।  

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৬ মে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে সভাপতি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুলকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ৫১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূণাঙ্গ কমিটিতে দুই পদে তারাই বহাল রয়েছেন।

এদিকে, পূর্ণাঙ্গ কমিটির সাথে ৩০ সদস্যের জেলা বিএনপি উপদেষ্টা কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদ প্রমুখ এই কমিটিতে রয়েছেন।

১৫১ সদস্যের জেলা কমিটিতে ২৮ জন সহ-সভাপতি, ১৬ জন যুগ্ম সম্পাদক  রাখা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, সাবেক এমপি নজির হোসেন, নাছির চৌধুরীসহ সিনিয়র কয়েকজন নেতাকে রাখা হয়েছে নির্বাহী সদস্য পদে।

এদিকে, উপজেলা নির্বাচন করার জন্য বহিস্কৃত ৭ নেতার কেউই জেলা কমিটিতে জায়গা পাননি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর