২৩ এপ্রিল, ২০১৯ ১৬:৩৬

বরিশালে প্রথমদিনে বিলম্বে টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে প্রথমদিনে বিলম্বে টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু

সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র ন্যায্য মূল্যে খাদ্য পণ্য বিক্রয়। তবে মঙ্গলবার প্রথমদিনে বরিশালে যথা সময়ে এই কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। 

মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বরিশাল নগরীর ৪টি পয়েন্টে একযোগে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। নগরীর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর, সিটি কর্পোরেশন চত্ত্বর, চৌমাথা বাজার এবং আমতলা মোড় এলাকায় প্রথম দিন পণ্য বিক্রি হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রথমদিন হওয়ায় ব্যাংকি কার্যক্রমে দিনের প্রথমভাগ শেষ হয়। পরে পণ্য উত্তোলন করতে আরও সময় চলে যায়। এ কারণে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় দিনের দ্বিতীয়ভাগে। 


এবার চিনি ৪৭ টাকা কেজি, মশুর ডাল ৪৪টাকা কেজি এবং সয়াবিন ৮৫ টাকা দরে বিক্রি করছেন ডিলাররা। জন প্রতি সর্বোচ্চ ৪ কেজি করে চিনি ও মশুর ডাল এবং ৫ লিটার সয়াবিন বিক্রি করছেন ডিলাররা। এবার পণ্যের মান নিয়ে কোন অভিযোগ নেই ডিলারদের। তবে রমজান আসন্ন হওয়ায় ছোলা বুট সরবরাহ করা উচিত ছিলো বলে জানান ডিলাররা। 

এদিকে খুব শিঘ্রই ছোলা বুট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন টিসিবি’র বরিশাল অফিস প্রধান মো. আনিছুর রহমান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর