২৩ এপ্রিল, ২০১৯ ১৭:২৪

বাগাতিপাড়ায় দু'টি কারখানায় অভিযান, জরিমানা

নাটোর প্রতিনিধি:

বাগাতিপাড়ায় দু'টি কারখানায় অভিযান, জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে দুটি কারখানায় জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম এ অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন। 

মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের সততা কনফেকশনারী-মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য উৎপাদন করায় দোকান মালিক ইসাহক আলীকে ২ হাজার এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার কারয় নূরপুর মালঞ্চি ভাই বোন বেকারীর মালিক আনোয়ার হোসেনকে ৮ হাজার দুটি প্রতিষ্ঠানে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

খাদ্যপণ্য ব্যবহৃত নিষিদ্ধ দব্য আলামত হিসেবে নেয়া হয়। ওই এলাকায় কয়েকটি কারখানা পরিদর্শন করে মালিকদের সচেতন করা হয়। এসময় ক্যাব’র নাটোর জেলা কমিটির সেক্রেটারী রইস উদ্দিন সরকার, বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, বাগাতিপাড়া মডেল থানার এসআই প্রশান্তসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর