দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক আকাশ (৩৩) নামে এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় অপর মোটর সাইকেল আরোহী রবিনকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার সন্ধ্যায় জেলার পার্বতীপুরের ভবানীপুর ডিগ্রী কলেজ অতিক্রমকালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ ও আহত রবিনের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামে বলে জানিয়েছেন ভবানীপুর পুলিশ (তদন্ত) আইসি উপ-পরিদর্শক আকতারুল করিম।
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মোটর সাইকেল পার্বতীপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল।
পরে মোটর সাইকেলটি ভবানীপুর ডিগ্রী কলেজ অতিক্রমকালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে এঘটনা ঘটে।
এর আগে রবিবার একই সড়কে তেলিপাড়া নামক স্থানে মোটর সাইকেল আরোহী শাহাজান আলী (৩১) নামে এক ব্যক্তি ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা গেছেন। নিহতের বাড়ি পার্বতীপুর মন্মথপুর ইউনিয়নের চাকলাবাজার খোড়াখাই সরদারপাড়া গ্রামের সৈদুল হকের ছেলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন