কুমিল্লার হোমনায় ধর্ষিত হলো নবম শ্রেণির মাদ্রাসা এক ছাত্রী। জমিতে কাজ করা কৃষক বাবাকে ভাত খাইয়ে বাড়ি ফেরার পথে সুমন সরকার (২৯) নামের এক যুবক তাকে ধর্ষণ করে।
শুক্রবার উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ভংগারচর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির বাবা বাদী হয়ে হোমনা থানায় সুমনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে রবিবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সুমন উপজেলার দাড়িগাঁও গ্রামের মো. রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েটি উপজেলা সদরের ইসলামীয়া দাখিল মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্রী। অবসরে বাবা-মার কাজে সহায়তা করে। শুক্রবার কৃষক বাবা জমিতে কাজ করছিলেন। তাই বাবার জন্য সকাল সাড়ে ১০টায় জমিতে খাবার নিয়ে গিয়েছিল। বেলা ১১টায় বাবাকে খাবার খাইয়ে বাড়ি ফেরার পথে সুমন ভংগারচর গ্রামের জনৈক রজ্জব আলী মাস্টারের কাঠ বাগানের কাছে এলে তাকে ধর্ষণ করে। পরে শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণ মামলা করেন।
মেয়েটির বড় ভাই বলেন, মামলা করার পর থেকে সুমন ও তার লোকজন আমাদের নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে, এমনকি মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।
মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া জানান, সুমন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। এই ধরনের ঘটনা কোনো ভাবে মানতে পারি না। আমি সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক জানান, সুমন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও ২০১৭ সালে তার বিরুদ্ধে থানায় ১টি গণধর্ষণের মামলা, ৩টি মাদক ও ৩টি মারামারিসহ সাতটি মামলা রয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন