কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
সোমবার ভোরে উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফ হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বাচা মিয়ার ছেলে মো. আলম (৩৫) ও জাদিমোড়া ক্যাম্পের আলী হোসেনের মো. রফিক (২০)।
নিহতরা চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক দুই রোহিঙ্গার স্বীকারোক্তি অনুযায়ী রাতে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের জন্য গেলে সেখানে পৌঁছানোর পর তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।এসময় বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ কর্মকর্তা আহত হন। আহতরা হলেন, এসআই সাব্বির, এসআই বাবুল। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় দুটি দেশীয় অস্ত্র, ৭ রাউন্ড গুলি, ২ হাজার ২শ’ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম